ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তাড়াশে বোরো চাষ বেড়েছে

আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
🕐 ৫:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

তাড়াশে বোরো চাষ বেড়েছে

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আটটি ইউনিয়নের ফসলি মাঠে শুরু হয়েছে বোরো আবাদ। পুরোদমে প্রস্তুত বীজতলা ও ফসলি জমি। চলছে রোপণ কাজ। আবার কোন কোন মাঠে বীজ রোপন করেছেন প্রায় দু সপ্তাহ আগে। আর সরিষার জমিগুলোতে সরিষা তুলেই বোরো লাগাবেন কৃষকেরা। 

বাজারে ধান ও চালের দামও ভাল। আর এ কারণে ফুরফুরে মেজাজ নিয়ে বোরো আবাদে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আবহাওয়া পুরোপুরি অনুকূলে। উন্নতমানের বীজ ও সার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। মাঠ পর্যায়ে চলছে নিবিড় তদারকি। প্রান্তিক চাষিদের প্রণোদনাও দেয়া হয়েছে। এসব কারণে এবার বোরোর আবাদ রের্কড ছাড়াবে।

তাড়াশ সদর গ্রামের কৃষক সাজেদুল ইসলাম বলেন, মাঠে আবাদ শুরু হয়ে গেছে। শীতের প্রকোপ ও কুয়াশা বেশি হলেও বীজতলার কোন ক্ষতি হয়নি। গত বছর ৩ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছিলাম। এবছর ৭ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছি। বোরো ধানে ভালো লাভ পেয়ে এবার আগ্রহ বেড়েছে।

তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা বলেন, উপজেলায় গত বছরের তুলনায় এ বছর বোরো চাষে ঝুঁকছেন রেকর্ড সংখ্যক কৃষকরা। এ বছর উপজেলায় ২২ হাজার ৬শত ৬০ হেক্টর জমিতে হেক্টর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের চেয়ে বেশি।

 
Electronic Paper