চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকদের মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ৫:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

টাইমস্কেলসহ অন্যান্য আর্থিক সুবিধা, জেষ্ঠ্যতা ও পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকরা।
রোববার চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির ব্যানারে এ কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ সদর ছাড়াও বিভিন্ন উপজেলার শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম, শিক্ষক আব্দুল আলীম, আব্দুল লতিব প্রমুখ।
মানববন্ধন থেকে, গত ১২ আগস্ট ২০২০ অর্থমন্ত্রনালয় চাকরির শর্তাদি নির্ধারণ করে যে পত্র দিয়েছে, তা প্রত্যাহার করে পূর্বের বিধিমালায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইমস্কেল, জেষ্ঠ্যতা ও পদোন্নতি বহাল রাখাসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করার দাবি জানান শিক্ষকরা।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।