ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘প্রতিহিংসার রাজনীতির কারণে বাংলাদেশ আজ ক্ষতবিক্ষত’

নাটোর প্রতিনিধি
🕐 ৭:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১

‘প্রতিহিংসার রাজনীতির কারণে বাংলাদেশ আজ ক্ষতবিক্ষত’

বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিহিংসার রাজনীতির কারণে বাংলাদেশ আজ ক্ষতবিক্ষত। প্রতিহিংসার রাজনীতি করার কারণে আওয়ামী লীগ জনগণ থেকে বিছিন্ন হয়ে পড়েছে।

শনিবার দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত দলীয় সম্বন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এইসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ‘মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে বর্তমান সরকার। বাক স্বাধীনতা হরণ করে মানুষকে নির্বাক করে দেয়া হয়েছে। এভাবে চলতে দেওয়া যায় না। স্বাধীনতার এই সূবর্ণ জয়ন্তীতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটাতে হবে।’

জেলা বিএনপির আহবায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 
Electronic Paper