ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাগাতিপাড়ায় প্রহরীকে বেঁধে রেখে ১১ দোকানে ডাকাতি

নাটোর ও বাগাতিপাড়া প্রতিনিধি
🕐 ৪:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১

বাগাতিপাড়ায় প্রহরীকে বেঁধে রেখে ১১ দোকানে ডাকাতি

নাটোরের বাগাতিপাড়ায় তিনজন প্রহরীকে বেঁধে রেখে ১১টি দোকানের নগদ টাকা লুক করেছে সংঘবদ্ধ ডাকাতদল।

বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার তমালতলা বাজারে এ ঘটনা ঘটে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, রাতে ট্রাকসহ ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তমালতলা বাজারে যায়। ট্রাক থেকে নেমে কিছু বুঝে উঠার আগেই তারা বাজারে দায়িত্বরত তিন প্রহরীর হাত-পা-চোখ বেঁধে ফেলে। পরে ডাকাতদল বাজারের রড, সিমেন্ট, সারসহ ১১টি দোকানের তালা কেটে শুধুমাত্র নগদ টাকা লুট করে নিয়ে চলে যায়।

প্রাথমিকভাবে লুটকৃত টাকার পরিমান জানা যায়নি। সকালে স্থানীয়রা তিন প্রহরীকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য এক ভ্যান চালককে আটক করেছে পুলিশ।

 
Electronic Paper