ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হস্তান্তরের অপেক্ষায় গৃহহীনদের ঘর

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
🕐 ৬:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

হস্তান্তরের অপেক্ষায় গৃহহীনদের ঘর

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসস্থান নিশ্চিত করতে গোমস্তাপুরে নির্মাণ করা ৯৫টি বাড়ি হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। টয়লেট ও রান্নাঘরসহ দুই কক্ষবিশিষ্ট আধাপাকা এ ঘরগুলোর নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে।

আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী সারা দেশের মতো একযোগে এ বাড়িগুলো ভূমিহীনদের মধ্যে হস্তান্তর করবেন।

উপজেলা ভূমি সার্ভেয়ার মিজানুর রহমান জানান, উপজেলার গোমস্তাপুর ইউনিয়নে ২৩টি, চৌডালা ইউনিয়নে ২০টি, রহনপুর ইউনিয়নে ১৩টি, রাধানগর ইউনিয়নে ৮টি, বোয়ালিয়া ইউনিয়নে ৪টি, আলিনগর ইউনিয়নে ১৫টি, পার্বতীপুর ইউনিয়নে ৫টি, বাঙ্গাবাড়ি ইউনিয়নে ৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এ ঘরগুলো দেওয়া হবে।

ইউএনও মিজানুর রহমান জানান, গৃহনির্মাণ কর্মসূচির আওতায় ২০১৫ সালের তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত গৃহহীনদের এ ঘরগুলো দেওয়া হচ্ছে। নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

 

 
Electronic Paper