ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে মেয়র-কাউন্সিলির হলেন যারা

শহিদুজ্জামান নাসিম, ঈশ্বরদী
🕐 ৫:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে মেয়র-কাউন্সিলির হলেন যারা

ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ইছাহক আলী মালিথা। তিনি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী করে ভোট পেয়েছেন ২৮৫৯২। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ নিয়ে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম নয়ন পেয়েছেন দুই হাজার ১২৫ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মুহাঃ মাসুম বিল্লাহ চার হাজার ৯৯ ভোট।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে ঈশ্বরদী পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পৌরসভা নির্বাচনে ৩ জন মেয়রসহ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭ জন। পৌরসভার মোট ভোটার ছিল ৫৫ হাজার ৫৬৮ জন। এরমধ্যে পুরুষ ২৭ হাজার ২৪১ জন ও নারী ভোটার ২৮ হাজার ৩২৭ জন। ভোট কেন্দ্র ছিল ১৯টি বুথের সংখ্যা ১৫২টি।

এদিকে ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন- ১নং ওর্য়াডে কামার হোসেন, ২নং ওয়ার্ডে মনিরুল ইসলাম সাবু, ৩নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ডে আমিনুর রহমান, ৫নং ওয়ার্ডে ওয়াকিল আলম, ৬নং ওয়ার্ডে আবুল হাসেম, ৭নং ওয়ার্ডে আব্দুল লতিফ মিন্টু, ৮নং ওয়ার্ডে উজ্জল হোসেন, ৯নং ওয়ার্ডে ইউসুফ হোসেন।

সংরক্ষিত মহিলা আসন রহিমা খাতুন (১,২,৩), ফরিদা ইয়াসমিন (৪,৫,৬), ফিরোজা বেগম (৭,৮,৯) কাউন্সিলর নির্বাচতি হয়েছেন।

গতকাল কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ঈশ্বরদী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোট সুষ্ঠ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিলো। ঈশ্বরদী পৌরসভার সবকয়টি কেন্দ্র ঝুকিপূর্ণ হওয়া সত্বেও কোথায় কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনী।

 

 
Electronic Paper