ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শেরপুর পৌর নির্বাচন: জাল ভোট দেওয়ায় আটক ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
🕐 ৩:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

শেরপুর পৌর নির্বাচন: জাল ভোট দেওয়ায় আটক ১

বগুড়ার শেরপুর পৌরসভার নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় ভুয়া ভোটার আবু সাঈদকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার শেরপুর ডিজে হাইস্কুলের ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শেরপুর পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র সরকারি ডিজে মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক কাউন্সিলরের ভোট দিতে আসে উপজেলার গাহিদহ মডেল ইউনিয়নের বাংড়া গ্রামের মোরশেদ আলীর ছেলে আবু সাঈদ। তার ভোটার নম্বর সার্চ দিয়ে দেখা যায় সেটি একটি সনাতন ধর্মের এক ভোটারের নম্বর।

বিষয়টি সন্দেহ হলে ওই বুতের এজেন্টরা তাকে ভুয়া হিসেবে শনাক্ত করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। পরে তাকে আটক করে সাত দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও লিয়াকত আলী সেখ জানান, পৌরসভা নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনিয়ম কিংবা বিশৃঙ্খলা আমরা বরদাশত করব না। অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 
Electronic Paper