ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাগমারায় ১৭৫ গৃহহীন ঘর পাচ্ছেন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
🕐 ৪:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১

বাগমারায় ১৭৫ গৃহহীন ঘর পাচ্ছেন

বাগমারার ১৬টি ইউনিয়নে গৃহহীন ও ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ১৭৫টি ঘর প্রস্তুত। সেই ঘরে নতুন স্বপ্নে সারাজীবন কাটাবেন তারা। মুজিববর্ষে পুনর্বাসিত হচ্ছেন সেই সকল উপকারভোগী।

ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলার প্রতিটি ইউনিয়নেই গৃহনির্মাণ কাজ এরই মধ্যে প্রায় শেষ হয়েছে।

চলতি মাসের ২০ তারিখে প্রধানমন্ত্রী দেশব্যাপী একযোগে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর উদ্বোধন করবেন। তারপরই প্রতিটি ঘর উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হবে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, গৃহহীন ও ভূমিহীনরা যাতে ভালোভাবে বসবাস করতে পারে সেটা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তত্ত্বাবধান করা হচ্ছে।

ইউএনও শরিফ আহম্মেদ জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলায় ১৬টি ইউনিয়নে ১৭৫ জন গৃহহীন-ভূমিহীনকে রঙিন টিনের ছাউনি, সেমিপাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে। এরই মধ্যে শেষ করা হয়েছে ঘর নির্মাণের কাজ।

 
Electronic Paper