ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জনমনে স্বস্তি

ফরিদপুরে মাদক সম্রাট রাজু গ্রেফতার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
🕐 ৭:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৮

চলনবিলের পাবনার ফরিদপুরে একাধিক মামলার আসামী ও শীর্ষ মাদক সম্রাট রাজু আহমেদ (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার পৌরসভা এলাকার খাগড়বাড়ি গ্রামের আব্দুল সামাদ সরকারের ছেলে ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান খলিল এর ভাতিজা। রাজুকে গ্রেফতারের খবরের পুরো পৌর শহরের বিভিন্ন মানুষের মধ্য স্বস্তি ফিরেছে।

বুধবার দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন ফরিদপুর থানার ওসি মো. এমরান হোসেন
নাম প্রকাশ করার না শর্তে একাধিক ব্যক্তি জানান, রাজুর চাচা উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান নির্বাচিত হওয়ার পর থেকে সে বেপরোয়া হয়ে পড়ে। এলাকায় মাদক বিক্রি, যাত্রা, জুয়া ও চাদাঁবাজিসহ এমন কোনো কাজ নেই যে সে করে না। তার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও যাত্রার নর্তকীকে বিয়ে করে। তাই তার প্রথম স্ত্রীর করা মামলায় তাকে পুলিশ গ্রেফতার করায় এলাকাবাসী আনন্দিত।
পুলিশ সুত্রে জানা যায়, রাজুকে এর আগেও একাধিকবার ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছিল।
ফরিদপুর থানার ওসি মো. এমরান হোসেন জানান, গ্রেফতারকৃত রাজুর বিরুদ্ধে তার প্রথম স্ত্রীর সিরাজগঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতন আইন মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায় বুধবার দুপুরে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

 
Electronic Paper