ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাজশাহীতে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড

রাজশাহী ব্যুরো
🕐 ৫:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৮

রাজশাহী মহানগরীর টিকাপাড়ায় থাকা কেমিকো ফার্মার ওষুধ কারখানার পাওয়ার স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত না হলেও বৈদ্যুতিক ট্রান্সফরমার ও অন্যান্য যন্ত্রপাতি পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উপ-পরিচালক নুরুল ইসলাম টিকাপাড়ায় কেমিকো ফার্মার ওষুধ কারখানার অগ্নিকাণ্ডে স্থল পরিদর্শন করেছেন।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন শামীম বলেন, দুপুরে কেমিকো ফার্মার ওষুধ কারখানার পাওয়ার স্টেশনে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে কর্তৃপক্ষ তাদের খবর দেয়। তারা দ্রুত ঘটনাস্থলে আসায় আগুন কারখানার ভেতরে ছড়াতে পারেনি। কেমিকো ফার্মার নিজস্ব বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণ হয়ে এই আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।
এদিকে, কেমিকো ফার্মার ব্যবস্থাপক সিহাব পারভেজ জানান, ফায়ার সার্ভিস থেকে ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতির কথা বলা হয়েছে। তবে এর পরিমাণ আরও বাড়তে পারে। তারা এই অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ করছেন। পরে এ ব্যাপারে সুনির্দিষ্ট করে বলা যাবে।

 
Electronic Paper