ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তাড়াশ উত্তর ওয়াবদা বাঁধ সড়ক সংস্কার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
🕐 ৬:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

সিরাজগঞ্জের তাড়াশে জনগুরুত্বপূর্ণ উত্তর ওয়াবদা বাঁধ বাইপাস সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। ফলে তাড়াশ পৌর শহরের প্রবেশের সব রাস্তার যানজট কমে এসেছে।

জানা গেছে, তাড়াশ উত্তর ওয়াবদা বাঁধ নামে পরিচিত প্রায় ২ কিলোমিটার বাইপাস সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়েছিল। এতে জনগণের দুর্বিষহ ভোগান্তি পোহাতে হতো।

তাড়াশ উপজেলা প্রকৌশল অধিদফতর চলতি অর্থবছরে প্রায় ৪৩ লাখ টাকা ব্যয়ে সড়কটির মেরামত কাজের দরপত্র আহবান করে। এতে মেসার্স আজাদ কনস্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। পরে কার্যাদেশ পাওয়ার পর ওই ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির মেরামত কাজ শুরু করেন।

তাড়াশ পৌর এলাকার স্থানীয় বেল্লাল হোসেন বলেন, দীর্ঘদিন পরে সড়কটি সংস্কার হওয়ায় বাইপাস সড়ক দিয়ে বর্তমানে ভারী যানবাহনসহ সব মালবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাচল করতে পারছে। এতে পৌর শহরের তীব্র যানজট থেকে জনসাধারণের ভোগান্তি কমে এসেছে। আর সার্বক্ষণিক উপজেলা প্রকৌশল অফিসের লোকজন তদারকি করায় কাজের মানও অনেক ভালো হয়েছে।

তাড়াশ উপজেলা প্রকৌশলী বাবলু মিঞা জানান, অগ্রাধিকারের ভিত্তিতে সরকারি অর্থায়নে সুষ্ঠু ও সুন্দরভাবে ওই সড়কটির মেরামত কাজ শেষ হয়েছে।

 

 

 
Electronic Paper