ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ডা. হুমায়ুন কবীরের পিএইচডি ডিগ্রী অর্জন

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

ডা. হুমায়ুন কবীর বুলবুল উদ্ভাবনী গবেষণার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস (আইবিএসসি) থেকে ডেন্টিস্ট্রিতে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।

তাঁর এই গবেষণায় অভিসন্দর্ভের শিরোনাম ছিল “A CLINICAL COMPARATIVE STUDY OF DIFFERENT PULPOTOMY MATERIALS IN PRIMARY TEETH” [আ ক্লিনিক্যাল কমপারেটিভ স্টাডি অফ ডিফারেন্ট পালপোটমি মেটারিয়ালস ইন প্রাইমারী টিথ]।

তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন প্রফেসর ড. নিরঞ্জন কুমার সানা ও প্রফেসর ডা. মোজ্জাম্মেল হোসেন।

তিনি ইতোপূর্বে বিএসএমএমইউ থেকে ডিডিএস এবং ডিডিসি থেকে বিডিএস ডিগ্রী অর্জন করেন।

উল্লেখ্য ডা. হুমায়ুন হিরোশিমা ইউনিভার্সিটি, জাপান ও ন্যাশনাল সাইন্স ও টেকনোলজি মিনিস্ট্র, বাংলাদেশ এর ফেলো। বর্তমানে তিনি ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ফেনী জেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের মুসলিম পরিবারের মরহুম মো. আমিনুল ইসলাম ও মরহুমা নুরের নাহারের জেষ্ঠ্য পুত্র।

 
Electronic Paper