নওগাঁয় সব রুটে বাস চলাচল বন্ধ
জেলা প্রতিনিধি ১১:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০

অভ্যন্তরীণ ও দূরপাল্লার দুটি রুট দখলের প্রতিবাদে নওগাঁ জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ১৭ নভেম্বর, মঙ্গলবার বিকেল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার দুটি রুট দখলের প্রতিবাদে নওগাঁ জেলার অভ্যন্তরীণ সকল রুটে যানবাহন বন্ধ ঘোষণা করা হয়।
নওগাঁ জেলা পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই দখলদারির সকল সমস্যা সমাধান করে পুনরায় এসকল রুটে বাস চলাচল স্বাভাবিক করা হোক।
এদিকে ১৮ নভেম্বর, বুধবার সকাল থেকে জেলার বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ আছে। তবে দূরপাল্লার কিছু পরিবহণ যাত্রী নিয়ে টার্মিনাল ছেড়ে যায়। অন্যদিকে জেলায় অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পরেছেন যাত্রীরা।
যাত্রীরা বলেন, মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন তারা। শহর থেকে উপজেলাগুলোতে অফিসগামীরা এই দুর্ভোগের খুব তাড়াতাড়ি অবসান চেয়ে সমাধানের দাবী জানান।