আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
নওগাঁ প্রতিনিধি ৪:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ০১, ২০২০

নওগাঁর আত্রাইয়ে ট্রেনের নিচে কাটা পড়ে রাহেলা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ১ নভেম্বর, রোববার সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত রাহেলা উপজেলার কয়শা গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে রাহেলা বেগম উপজেলার শাহাগোলা এলাকায় ট্রেন লাইনের উপর দিয়ে হাঁটছিলেন। এসময় একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে গুরুত্বর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথ মধ্যেই তার মৃত্যু হয়।