ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পৌরসভার জায়গা দখল করে অবৈধ গ্যারেজ নির্মাণ!

সিরাজগঞ্জ প্রতিনিধি
🕐 ২:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

সিরাজগঞ্জ পৌরসভার সরকারি জায়গা দখল করে অবৈধ গাড়ীর গ্যারেজ নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌর কর্তৃপক্ষ নিরব ভুমিকা পালন করায় কাজটি চলমান রয়েছে বলে অভিযোগ অনেকের।

শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সিরাজগঞ্জ শহরের প্রধান ডাকঘর থেকে উত্তর দিকে কিছুটা পথ পেরোলেই সিরাজগঞ্জ পৌরসভার মেয়র আব্দুর রউফ মুক্তার বাড়ীর সামনে ও সরকারী গণগন্থাগারের প্রাচীর ঘেষে প্রায় ৫ শতক জায়গা দখল করে পুরোদমে গাড়ীর গ্যারেজ নির্মাণকাজ চলছে।

এদিকে জায়গাটি পৌরসভার হলেও নির্মাণকারী নবীন সিরাজী দাবি করেন জায়গাটি আমাদের নিজস্ব সম্পত্তি।

সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্তকর্তা মো. মাসুদ রানা জানান, ঐ জায়গাটি সিরাজগঞ্জ পৌরসভার। আমরা পৌর কর্তৃপক্ষ নিষেধ করার পরেও নির্মাণ কাজ করে যাচ্ছে।

সিরাজগঞ্জ পৌরসভার মেয়র আব্দুর রউফ মুক্তা জানান, পৌরসভার পরিত্যাক্ত জায়গাটি অনেক দিন ধরে পড়ে আছে। আমার ভাই-ভাতিজারা মাটি ফেলে গাড়ীর গ্যারেজ নির্মাণ করছে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনায় আসলে আমি কাজটি বন্ধের নির্দেশ দিয়েছি।

 
Electronic Paper