ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

১৭ দিন পর মরদেহ ফেরত দিল ভারত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
🕐 ৯:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে গত ৫ সেপ্টেম্বর বিএসএফের গুলিতে নিহত হয়েছিল বাদশা নামে এক বাংলাদেশি যুবক। বিজিবি ও বিএসএফ পর্যায়ে সেদিন একাধিকবার পতাকা বৈঠক হলেও লাশ ফেরত দেয়নি ভারত। দীর্ঘ ১৭ দিন পর সেই বাদশার লাশ ফেরত দিয়েছে ভারত।

গত সোমবার জমিনপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাদশার লাশ বাংলাদেশি পুলিশের কাছে হস্তান্তর করে। লাশ গ্রহণের সময় উপস্থিত ছিলেন- নিহত বাদশার ভাই রিপন আলী, স্থানীয় শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হক।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক মাহমুদুল হাসান জানান, গত ৫ সেপ্টেম্বর বিএসএফের গুলিতে সীমান্তে মারা যাওয়া বাংলাদেশি নাগরিক বাদশার লাশ গত সোমবার বিকালে ভারতীয় পুলিশ বিজিবির উপস্থিতিতে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয় শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, সোমবার রাত ৯টায় পারিবারিক কবরস্থানে বাদশার লাশ দাফন হয়েছে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে গত ৫ সেপ্টম্বর রাতে মারা যায় শিবগঞ্জ উপজেলার তেলকুপির রফিকুলের ছেলে বাদশা। ভারতের অভ্যন্তরে দীর্ঘক্ষণ লাশ পড়ে থাকার পর বিএসএফ সদস্য লাশ উদ্ধার করে নিয়ে যায়। বিজিবি ও বিএসএফ পর্যায়ে সেদিন একাধিকবার পতাকা বৈঠক হলেও লাশ ফেরত দেয়নি ভারত।

 
Electronic Paper