ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
🕐 ৩:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

মাদক নির্মূলে সামাজিক সচেতনাতার ওপর গুরুত্ব দিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুধু আইন প্রয়োগ করেই সমাজ থেকে পুরোপুরি মাদক নির্মূল সম্ভব নয় বলে জানান তিনি। বাড়াতে হবে সামাজিক সচেতনা।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর পোরশা উপজেলা চত্বর পুকুরের মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার মাদকে জিরো টলারেন্স। সমাজে কোনোভাবেই যেন মাদকের বিস্তার না হয় সেদিকে প্রশাসনের পাশাপাশি সবাইকে সজাগ থাকতে হবে।

দলের কোনো নেতা-কর্মীও যদি মাদকের সঙ্গে যুক্ত থাকেন তবে তাদেরও ছাড় দেওয়া হবে না বলে জানান সাধন চন্দ্র মজুমদার।

এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ, মৎস্য আইয়ুব আলী উপস্থিত ছিলেন।

 
Electronic Paper