ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পদ্মায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
🕐 ৫:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

রাজশাহীতে পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে ডুবে বিবেক ঘোষ (১০) নামে এক স্কুলছাত্র মারা গেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। মৃত বিবেক মহানগরীর কাজিহাটা এলাকার সন্তোষ ঘোষের ছেলে।

 

মহানগরীর রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে বিবেক মহানগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে সাঁতার কাটতে যায়।এ সময় গভীর পানিতে ডুবে যায়। স্থানীয়রা চেষ্টা করে তাকে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনে খবর দেন।

এর পর ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুন্নবীর নেতৃত্বে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ডুবুরি আবদুর রাজ্জাক ১০ মিনিট পর পানির তলদেশে বিবেককে খুঁজে পান।

এ সময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 
Electronic Paper