ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নির্ধারিত সময়ে হচ্ছে না সিরাজগঞ্জ-১ উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:৩৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০

সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন নির্ধারিত সময়ের পরবর্তী ৯০ দিনে অনুষ্ঠানের লক্ষ্যে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলমান করোনা সংকটকে ‘দৈব দুর্বিপাক’ দেখিয়ে নির্ধারিত সময়ে নির্বাচনটি অনুষ্ঠান সম্ভব হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

গত ২৭ জুলাই ইসির সিনিয়র সচিব মো. আলমগীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, সিরাজগঞ্জ-১ আসনটি ১৩ জুন ২০২০ শূন্য হওয়ায় সংবিধানের অনুচ্ছেদ ১২৩-এর দফা (৪) অনুযায়ী ওই শূন্য আসনে ১০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে।

সংবিধানের অনুচ্ছেদ ১২৩-এর দফা (৪)-এর শর্তানুসারে প্রধান নির্বাচন কমিশনারের মতে, দেশে করোনাভাইরাস সংক্রমণজনিত দৈব-দুর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদ অর্থাৎ শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে ওই শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। এমতাবস্থায় সিরাজগঞ্জ-১ শূন্য আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের মধ্যে অনুষ্ঠান সম্ভব না হওয়ায় পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।

নির্বাচনের সময়সূচি পরে যথাসময়ে ঘোষণা করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রসঙ্গত, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম ১৩ জুন মারা যাওয়ায় সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়।

 
Electronic Paper