ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নওগাঁয় ৩ বেকারিকে এক লাখ টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি
🕐 ১২:২২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ মালামাল মজুদ ও ক্ষতিকারক রং মেশানোর দায়ে নওগাঁর আত্রাইয়ে তিন বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ১১টায় র‌্যাব-৫ নাটোর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্প কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রাজিবুল আহসান বলেন, বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ মালামাল মজুদ রাখা এবং ক্ষতিকারক রং মেশানোর সত্যতা পাওয়া যায়।

পরে উপজেলার আমরুল কসবা গ্রামে গাঁঙচিল বেকারিকে ৫০ হাজার টাকা, কাসিয়াবাড়ি গ্রামে নুপুর বেকারিকে ৩০ হাজার ও আহসানগঞ্জ এলাকার স্টার বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আত্রাই সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মিশু।

 

 
Electronic Paper