ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাজশাহী নগরীতে যুবককে হত্যা

রাজশাহী প্রতিনিধি
🕐 ৬:১৫ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

রাজশাহী নগরীতে এক যুবককে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নগরীর খড়খড়ি বাইপাস এলাকার গ্যাস পাম্পের পাশে রাস্তার ধার থেকে লাশটি উদ্ধার করা হয়। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনির এ তথ্য নিশ্চিত করেন।

নিহত যুবকের নাম স্বপন (৩৬)। তিনি নগরীর খড়খড়ি এলাকার ফজলুর রহমানের ছেলে।

ওসি জানান, লাশের গায়ে আঘাতের চিহ্ন আছে। হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় দ্বন্দ্বের জের ধরে তাকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। এরপর লাশ ফেলে রাখা হয় বাইপাসের ধারে। তার হাতে ছুরি দিয়ে কাটার চিহ্নও রয়েছে।

জানা গেছে, স্বপন ঢাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। করোনার কারণে চাকরি হারিয়ে ঈদুল ফিতরের কয়েকদিন আগে ঢাকা থেকে রাজশাহীতে চলে আসেন।

ওসি আরও জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন দলকে ডাকা হয়। তারা আসার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ ( রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
Electronic Paper