ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনায় বগুড়ায় আরও ৫৭ আক্রান্ত, মৃত্যু ১

বগুড়া প্রতিনিধি
🕐 ৪:২৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনাভাইরাসে নতুন করে আরও ৫৭ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে ১ জন। এছাড়া এ সময়ে সুস্থ হয়েছেন ৯২ জন। শুক্রবার (১০ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে ২৪ ঘণ্টায় জেলার মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২২ জনের করোনা পজিটিভ আসে এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৮৮টি নমুনার মধ্যে ৩৫ জনসহ মোট ৫৭ জনের পজিটিভ এসেছে। এনিয়ে বগুড়ায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬০৮ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৬১৭ জন। মৃত্যু হয়েছে মোট ৬৬ জনের। বগুড়ায় নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৮ জন, নারী ১৬ জন এবং শিশু ৩ জন।

বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে কারও অবস্থা জটিল মনে হলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে স্থানান্তর করা হবে।

 
Electronic Paper