ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাজশাহীতে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ১

রাজশাহী প্রতিনিধি
🕐 ৪:১৬ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

রাজশাহীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পবা উপজেলার আলীমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাওসার আলী (২২) ট্রলিচালক ছিলেন। মহানগরের কাশিয়াডাঙ্গা এলাকার আবদুল বারীর ছেলে। আহতরা হলেন- মঈন (২৫) ও নাজিম (২৮)। তাদের বাড়িও একই এলাকায়।

রাজশাহী মহানরের দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ট্রলিটি ভাটা থেকে ইট নিয়ে যাচ্ছিল। পথে পবার আলীমগঞ্জ এলাকায় এলে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রলিটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাওসারের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত দু’জনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পরে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে তাদের বিরুদ্ধে মামলা হবে। ফেলে যাওয়া বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

 
Electronic Paper