ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নওগাঁয় মানা হচ্ছে না ‘ট্রায়াজ ব্যবস্থাপনা’

নওগাঁ প্রতিনিধি
🕐 ১১:৩৬ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২০

নওগাঁয় করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ বেড়েই চলেছে। এ জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ জন।

নওগাঁ ডেপুটি সিভিল সার্জেন ডা. মনজুর-এ- মোরশেদ বলেন, জেলার সব হাসপাতালের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা পিপিই ও মাস্ক পেয়েছেন এবং এসব পিপিই ও মাস্ক নিরাপদ ও কোভিড-১৯ রোগীর চিকিৎসায় ব্যবহার উপযোগী। তবে নওগাঁতে করোনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় ‘ট্রায়াজ ব্যবস্থাপনা’ মান হচ্ছে না।

তিনি জানান, আইসিইউ এবং হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) ও ভেন্টিলেটর এখানে নেই। সমগ্র জেলায় অক্সিজেনে ব্যবস্থা রয়েছে ৩৮০টি। করোনা রোগীর জন্য বেড রয়েছে ২৬৫টি। নার্স ও ডাক্তারের সার্বক্ষনিক ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।

তবে বিশেষজ্ঞরা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন এবং চীনের চিকিৎসা পদ্ধতির সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপট মিলিয়ে করোনাভাইরাস প্রতিরোধ এবং চিকিৎসার নীতিমালা তৈরি করা হয়েছে। তবে এ ভাইরাস আক্রান্ত হলে আধুনিক হাসপাতাল ছাড়া বাংলাদেশের জেলা বা উপজেলা পর্যায়ে চিকিৎসা কতটা সম্ভব হবে, তা নিয়ে বিশেষজ্ঞদের অনেকে সন্দেহ প্রকাশ করেছেন।

 

 
Electronic Paper