ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিরাজগঞ্জে ডাক্তার দম্পত্তিসহ আরও ৬ জন করোনা শনাক্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি
🕐 ৩:৫৭ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

সিরাজগঞ্জে ডাক্তার দম্পত্তিসহ আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৪ জন।

শনিবার সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তরা হলেন, তাড়াশে উপজেলার ডাক্তার দম্পত্তিসহ ৩ জন, সিরাজগঞ্জ পৌর এলাকার সাবেক ছাত্রলীগ নেতাসহ ২ জন ও বেলকুচি উপজেলায় ১জন।

সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, আক্রান্তদের মধ্যে তাড়াশে ডাক্তার দম্পত্তিসহ ৩ জন। এদের মধ্যে একজনের আগেই করোনা সনাক্ত হয়েছিল। নতুন করে আবারো তার নমুনা পাঠানো হলে আবারো রিপোর্ট পজেটিভ আসে। এছাড়া শহরের সাবেক ছাত্রলীগ নেতাসহ দুইজন। বেলকুচি উপজেলার ১জন করোনা রিপোর্ট পজেটিভ। এ নিয়ে জেলায় মোট ২৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান জানান, করোনা রোগী সনাক্ত হওয়ায় করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ীসহ আশেপাশের ৭ বাড়ী লকডাউন করা হয়েছে।

 

 
Electronic Paper