ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাঙ্গাবালীতে পল্টুন ডুবে ভোগান্তি

আল আমিন, রাঙ্গাবালী (পটুয়াখালী)
🕐 ১১:৫৯ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২০

দ্বীপের নাম রাঙ্গাবালী। দেড় লক্ষাধিক মানুষের বসতি। নানা সম্ভাবনার মাঝে সমস্যার শিকলে বাধা পড়ে রয়েছে এখানকার মানুষের জীবনধারা।

ভৌগলিক অবস্থানে দেখা গেছে, উত্তরে আগুনমুখা, দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে রামনাবাদ আর পূর্বে তেতুলিয়া। রাঙ্গাবালী উপজেলার চারদিকে নদী আর সাগর থাকার কারণে কোড়ালিয়া লঞ্চঘাটকে একমাত্র প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করছে এলাকাবাসী।

উপজেলা থেকে কোথাও যেতে হলে বা উপজেলায় আসতে হলে বিকল্প কোন পথ নেই। কোড়ালিয়া লঞ্চঘাটে পল্টুনটি ছয় মাস যাবৎ পানির নিচে ডুবে আছে। সংযোগ সড়কটিরও বেহালদশা। তাই দৈনিক শতশত মণ মাছ, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, জরুরি চিকিৎসা সেবা নিতে রোগীসহ হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়া আসা-যাওয়া করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসফাকুর রহমান বলেন, কোড়ালিয়া লঞ্চ ঘাটের পল্টুনটি ডুবে আছে এটা দেখেছি। সংস্কার করে দেয়ার জন্য কর্তৃপক্ষকে জানাবো।

এদিকে করোনার প্রার্দুভাবের কারণে মানুষের চলাচল কম থাকলেও রোগীসহ যাবতীয় পণ্য উঠানামা করতে বিপাকে পড়তে হয় প্রতিদিন। তাই পল্টুন ও সংযোগ সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের।

 

 
Electronic Paper