ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাঁচবিবিতে ১০ টাকায় মিলছে চাল

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
🕐 ১০:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ০৯, ২০২০

জয়পুরহাটের পাঁচবিবিতে খাদ্য অধিদফতর খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করছে। হতদরিদ্র মানুষের জন্য স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করেছে খাদ্য বিভাগ।

উপজেলা খাদ্য অধিদফতর সূত্রে জানা যায়, উপজেলার আটটি ইউনিয়নে ১৬ জন ডিলারের মাধ্যমে ২৮৮ টন চাল স্থানীয় জনপ্রতিনিধির দেওয়া নির্ধারিত কার্ডধারীরা ১০ টাকা কেজিতে পাবে।

অপরদিকে পৌরসভার তিনজন ডিলার সপ্তাহে দুই টন ওএমএসের চাল বিক্রি করবেন। ডিলাররা তাদের নির্ধারিত স্থানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সপ্তাহে তিন দিন চাল বিক্রি করবেন।

উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ইউনুস আলী মণ্ডল বলেন, খোলা বাজারে ১০ টাকা কেজিতে চাল বিক্রি কার্যক্রম আগে পাঁচ মাস চললেও মুজিববর্ষ উপলক্ষে এবার সাত মাস চলবে। ইউনিয়নগুলোতে খাদ্যবান্ধব এবং পৌরসভায় ওএমএস কর্মসূচির মাধ্যমে খোলা বাজারে ১০ টাকা কেজিতে চাল বিক্রি করা হচ্ছে।

 
Electronic Paper