ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাগাতিপাড়ায় ৪ বাড়ি ভস্মীভূত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
🕐 ১০:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ০৮, ২০২০

নাটোরের বাগাতিপাড়ায় অগ্নিকান্ডে চারটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার উপজেলার পাঁকা ইউনিয়নের আস্তিক পাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় নয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ক্ষতিগ্রস্তরা হলেন- ওই গ্রামের রিয়াজ উদ্দিন, তার ছেলে রাজ্জাক আলী, কফিল উদ্দিন ও তার ছেলে কমের আলী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে সূত্রপাত হয়ে আগুন প্রথমে কফিল উদ্দিনের ঘরে লাগে। পরে পাশের পাটকাঠির গাদায় লেগে মুহুর্তেই তা অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

এতে চার কৃষকের ঘর, আসবাবপত্র, গম, মসুরসহ চৈতালী ফসল, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল পুড়ে ভস্মীভূত হয়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে দয়ারামপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে প্রায় নয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত রিয়াজ উদ্দিন দাবি করেছেন।

মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে তিনি পৌঁছেন এবং বৈশ্বিক দুর্যোগ করোনা প্রতিরোধে দুরত্ব বজায় রেখে আগুন নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেন।

 

 
Electronic Paper