ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিরাজগঞ্জে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেলেন ৫১৬

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
🕐 ১১:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ০৫, ২০২০

গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ জেলায় নতুন বিদেশ ফেরত আরও ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই ৪ জনের মধ্যে কাজিপুরে ২ জন ও কামারখন্দ উপজেলায় ২ জন। অন্যদিকে হোম কোয়ারেন্টাইনে রাখা আর ও ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই ১৪ জনের মধ্যে কামারখন্দ উপজেলার ৫ জন, কাজিপুর উপজেলার ৪ জন, তাড়াশ উপজেলার ৩ জন ও বেলকুচি উপজেলার ২ জন।

গত ১৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত জেলায় বিদেশ ফেরত মোট ৫৯৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় এবং এদের মধ্যে ৫১৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়। এখন সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রয়েছে মোট ৭৭ জন।

এদিকে সিরাজগঞ্জে দুই দফায় ৮ জনের কররোনা ভাইরাস টেস্ট করার জন্য আইইডিসিআর এ নমুনা পাঠানো হয়। তাদের মধ্যে প্রথমে প্রেরণ করা ২ জনের রিপোর্ট। তাদের শরীর করোনা ভাইরাস মুক্ত ( নেগেটিভ ) এবং ১ এপ্রিল পাঠানো ৬ জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় আরও ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সর্বমোট ছাড়পত্র দেয়া হয়েছে ৫১৬ জন এবং হোম কোয়ারেন্টাইনের রাখা হয়েছে ৭৭ জন।

 
Electronic Paper