ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিরাজগঞ্জে দুটি বাড়ি লকডাউন, দুইজনকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি

সিরাজগঞ্জ প্রতিনিধি
🕐 ১০:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় করোনা রোগী সন্দেহে দুইটি বাড়ী লক ডাউন ও দুই ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রেখেছে পুলিশ। রোববার রাতে উপজেলার কৈজুড়ী উইনিয়নের ভাটপাড়া গ্রামে করোনা সন্দেহে ওই দুটি বাড়ি লকডাউন ও ওই দুই ব্যক্তিকে বাধ্যতা মুলক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সোমবার সকালে দুই ব্যক্তিকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার।

ওই দুই ব্যক্তির এক জন শাহজাদপুর উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা অপর জন লালমনিরহাট জেলার বাসিন্দা।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ সামছুজ্জোহা বিষয়টি নিশ্চিত করে ওই ব্যক্তির বরাত দিয়ে বলেন, পদ্মাসেতু প্রকল্পের কাজে নিয়োজিত দুই ব্যক্তি ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। এদের মধ্যে একজন লালমনিরহাট জেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, ওই দুই ব্যক্তি গ্রামের বাড়ীতে আসার পর থেকে স্থানীয়রা নানা অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম নিয়ে তাদের প্রাথমিক পরীক্ষা করার পর করোনার কোন নমুনা পাওয়া যায়নি। তবে দুজনকেই বাধ্যতামুলক হোম কোরয়ারেন্টিনে থাকার নির্দেশ এবং দুটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।

সোমবার সকালে তাদের বাড়ীতে আবারো নমুনা পরীক্ষার জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে। প্রাথমিক নমুনা পরিক্ষা শেষে ঢাকায় পাঠানো হবে বলে তিনি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 
Electronic Paper