ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাগাতিপাড়ায় ৭ বাড়ি লকডাউন

নাটোর প্রতিনিধি
🕐 ৭:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২০

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নে ৭টি বাড়িকে লকডাউন করে রাখা হয়েছে। শরীরে করোনার উপসর্গ থাকায় ওই ইউনিয়নের বাজিতপুর গ্রামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

 

এ ঘটনায় ওই ছাত্রের বাড়ি সহ আশেপাশের ৭টি বাড়ি লকডাউন করে রাখা হয়। সেই সাথে ওই ছাত্রের বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়েছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: কাজী মিজানুর রহমান।

সিভিল সার্জন জানান, ওই ছাত্রের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ওই বিশ্ববিদ্যালয় ছাত্রকে আইসোলেশন ইউনিটে ভর্তি ব্যতিত নতুন করে কাউকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়নি। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১৯৬ জন এবং হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে ২২৬ জনের।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল জানান, বাজিতপুরে ওই ছাত্রের বাড়ি সংলগ্ন ৭টি বাড়ি কার্যত অন্য বাড়িগুলো থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। ওই ৭ বাড়ির বাসিন্দাদের কড়া নজরদাড়িতে রাখা হয়েছে।

 

 
Electronic Paper