ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ধামইরহাট হাসপাতালে বেড়েছে সেবার মান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
🕐 ১০:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০

নওগাঁর ধামইরহাটে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে সেবার মান। মাত্র তিন মাস আগে এ স্বাস্থ্য কমপ্লেক্স চলতো তিনজন ডাক্তার দিয়ে। রোগীরা সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন। একসঙ্গে ১৪ জন চিকিৎসক যোগদান করায় সেই কষ্ট লাঘব হয়েছে দুই লক্ষাধিক মানুষের। একাধিক ডাক্তার থাকায় হাসপাতালের বহির্বিভাগে রোগীও বেড়েছে প্রায় ১০ গুণ। মিলছে পর্যাপ্ত ওষুধ। কমিউনিটি ক্লিনিকগুলোতেও হচ্ছে নরমাল ডেলিভারি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, আমরা চিকিৎসকগণ সেবার মন মানসিকতা নিয়ে এ পেশায় যোগদান করেছি জন্য ধামইরহাট উপজেলার সাধারণ মানুষের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি, ডাক্তারদের নিয়ে নিয়মিত বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় ও তাদের দক্ষতা বৃদ্ধিতে ‘প্রভাতি শিক্ষায়তনিক প্রশিক্ষণ’ নামক প্রশিক্ষণ বাংলাদেশে প্রথমভাবে ধামইরহাটে চালু করেছি।

এছাড়াও হাসপাতালে মেডিসিন, সার্জারি, গাইনী, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, এনেসথেসিয়া, চক্ষু ও নাক-কান গলাসহ ১০টি জুনিয়র কনসালটেন্টের মধ্যে ১০টি পদই শূন্য রয়েছে। যেগুলো থাকলে চিকিৎসা সেবার মান আরও ভালো হতো। আবার হাসপাতালে পাঁচটি সুইপারের পদ থাকলেও একজন কর্মরত আছেন।

 
Electronic Paper