ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইভটিজিং প্রতিরোধে স্কুল ছাত্রীর ফোনে ঘটনাস্থলে ইউএনও

গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি
🕐 ৬:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

নাটোরের গুরুদাসপুরে ইভটিজিং প্রতিরোধ করতে দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী ইউএনও’র নম্বরে ফোন করে। পরে তৎখনাত ঘটনাস্থলে পৌছায় ইউএনও তমাল হোসেন। বুধবার সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দক্ষিন নারীবাড়ী এলাকায় ওই ঘটনা ঘটে।

ইউএনও তমাল হোসেন জানান, সকালে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ করনীয় কর্পোরেট নম্বরে একজন স্কুল ছাত্রী ফোন করে। তৎখনাত ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীর দেওয়া তথ্যে ওই এলাকার মানসিক ভারসাম্যহীন যুবক আদম আলী তাকে স্কুলে যাওয়া আসার পথে বিরক্ত করে বলে স্কুল ছাত্রী জানায়।

আদম আলীর পরিবারের সাথে কথা বলে ঘটনাস্থলেই সমস্যার সমাধান করা হয়। মানসিক ভারসাম্যহীন হওয়ার কারনে আদম আলী ও তার পরিবারকে প্রাথমিকভাবে ক্ষমা করা হয়েছে। পরবর্তীতে এমন কোন ঘটনা ঘটলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 
Electronic Paper