ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিবন্ধী ভাতার কার্ড আজও পায়নি সলেমান

বেড়া (পাবনা) প্রতিনিধি
🕐 ৫:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

বিকলাঙ্গ নিয়ে জন্ম নেওয়া পাবনার বেড়ার সলেমান আজও প্রতিবন্ধী ভাতার কার্ড পায় নি। বাবা মায়ের অমতেই বেছে নিয়েছে ভিক্ষাবৃত্তি।

পাবনার বেড়া পৌরসভার ৭ নম্বর ওর্য়াডের বড়শিলা মহল্লার পূর্বপাড়ার আজম মোল্লার ছেলে সলেমান (২৩) জন্ম থেকেই প্রতিবন্ধী। সে সঠিক ভাবে চলতে ও কথা বলতে পারে না। দিন মজুর পিতার সামান্য আয় দিয়ে জীবিকা নির্বাহ দিনে দিনে কষ্ট সাধ্য হয়ে পড়ছে। তেইশ বছরের যুবক হলেও সে কোন কাজ কর্ম করতে পারে না। ফলে তাকে ভিক্ষবৃত্তিই বেছে নিতে হয়েছে।

প্রতিবন্ধী সন্তানকে দরিদ্র পিতা মাতা ভিক্ষাবৃত্তির মত ঘৃন্য পেশায় পাঠাতে আগ্রহী না হলেও অভাবের তারনায় আয়ের একমাত্র পথ ভিক্ষার ঝুলি হাতে নিয়ে পথে নেমে পড়ে। প্রতিবন্ধী সন্তান হাত বাড়ায় ভিক্ষের জন্য।

গ্রামে গঞ্জে প্রতিবন্ধী ভাতা প্রদান করে সরকার প্রতিবন্ধীদের পূর্নবাসন করার ঐকান্তিক চেষ্টা চালিয়ে গেলেও আজও সলেমানদের মত অনেক প্রতিবন্ধী সরকারের প্রদেয় সুবিধা প্রতিবন্ধী ভাতা পাচ্ছে না। প্রতিবন্ধীদের প্রতি সরকারের গৃহিত সাহায্য সহানুভূতি থেকে বঞ্চিত হয়ে হতভাগ্য প্রতিবন্ধীরা ভিক্ষাবৃত্তিতে নেমে পড়ছে। সমাজে অবহেলা আর করুনার পাত্র হয়ে সারা জীবন কাটাতে হবে সলেমানদের মত হতভাগ্য প্রতিবন্ধীদের।

 
Electronic Paper