ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিরাজগঞ্জে একুশে বইমেলা শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি
🕐 ৬:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

শুরু হল সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সাত দিনব্যাপী ‘মুজিববর্ষ একুশে বইমেলা-২০২০’। আজ শনিবার দুপুরে সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

মেলা উপলক্ষে কলেজ ক্যাম্পাসে শহীদ শেখ কামাল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেলায় জনপ্রিয় লেখকদের নতুন-পুরোনো বইয়ের সম্ভার নিয়ে সাজানো হয়েছে স্টলগুলো। আছে নবীন লেখকদের বইও। সাত দিনব্যাপী অমর একুশে বইমেলায় ৬৩টি স্টল স্থাপন করা হয়েছে।

এ সময় সিরাজগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর টি.এম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, অমর একুশে বইমেলা উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক আব্দুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।

মেলায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মচারী-কর্মকর্তা, শিক্ষার্থীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 
Electronic Paper