ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সংযোগ সড়কের অভাবে সেতু ক্ষতিগ্রস্ত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
🕐 ৩:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের চাকল বিলের মাঝে ৩৫ বছর আগে সেতু ও মাটির সড়ক নির্মিত হয়েছিল। বর্ষায় উত্তাল ঢেউয়ে সড়কটির অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সেতুটি দাঁড়িয়ে থাকলেও নতুন করে সংযোগ সড়ক নির্মিত হয়নি। ফলে কাজে আসছে না সেতুটি। উপরন্ত রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটির অবকাঠামো ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এদিকে সেতুর দুইপাশে নতুন করে সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় সেতুটির পাঁচ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এসব গ্রামের মানুষদের চার কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যাতায়াত করতে হচ্ছে। এতে নষ্ট হচ্ছে সময়, অর্থ এবং শ্রমঘন্টা।

ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবু জাফর মিয়া জানান, ১৯৮৫ সালে উপজেলা পরিষদের এডিবি তহবিল থেকে চাকলের বিলের মাঝে সেতু ও মাটির সড়ক নির্মাণ করা হয়। কিন্তু ১৯৮৮ সালের বন্যায় মাটির সড়কটি বিলীন হয়ে হয়ে যায়। তারপর নতুন করে সড়ক নির্মিত হয়নি।

স্থানীয় সাংসদ মো. আব্দুল কুদ্দুস বলেন, বৃহৎ জনগোষ্ঠীর কথা ভেবে চাকলেরবিলের মাঝের সেতুটি সংস্কার ও নতুন করে সড়ক নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্প অনুমোদন হলেই দ্রুত বাস্তবায়ন করা হবে।

 
Electronic Paper