ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঈশ্বরদীতে যুবলীগ নেতা রাফিক গ্রেপ্তার

সেলিম আহমেদ, ঈশ্বরদী
🕐 ৯:৩০ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮

ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম রাফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড়ের যুবলীগ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, যুবলীগ কার্যালয়ের ভেতরে রাফিক অবস্থান করছিল, পুলিশ অভিযান চালিয়ে রাফিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ওই সময় কার্যালয়ের ভেতরে ধাক্কাধাক্কি করে এবং পুলিশ সদস্যরা ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ করে যুবলীগের কয়েজন নেতাকর্মী। এরপর গ্রেপ্তারের খবর শুনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পুলিশ বলছে, ২০১৬ সালের ১০ আগষ্ট শহরের আলহাজ মোড়ে পৌর যুবলীগ নেতা আরিফুল ইসলাম আলমকে সন্ধ্যায় একদল দুর্বৃত্ত গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এরপর তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল নেওয়া হয়, সেখানে তার অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরে ২১ আগস্ট ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আলমের স্ত্রী রূপা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় যুবলীগ ও ছাত্রীগের সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার দায়েরকৃত মামলায় সে এজাহারভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনসহ আরও অনেক মামলা রয়েছে।
ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব বলেন, রাফিক বর্তমানে যুবলীগের কোনো পদে নেই। যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি হলে সে হয়তো কোনো পদে আসবে। সে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

 
Electronic Paper