ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তাড়াশে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আশরাফুল ইসলাম রনি, তাড়াশ প্রতিনিধি
🕐 ৭:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯

সিরাজগঞ্জের তাড়াশে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ২০ কোটি টাকা মুল্যের সরকারী জায়গা থেকে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকালে তাড়াশ ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদ অভিযান প্রসঙ্গে মো. ওবায়দুল্লাহর বলেন, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তাড়াশ খাদ্যগুদাম এলাকায় এই মুল্যবান জায়গায় স্থানীয় প্রভাবশালীরা প্রায় ২৫ বছর যাবৎ দখল করে সেখানে তারা বসতবাড়ি, দোকানপাট নির্মাণ করে ভোগ দখল করে আসছিল। তারই প্রেক্ষিতে সরকারী এই সম্পত্তি রক্ষায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মিল্টন হোসেন প্রমুখ।

 

 
Electronic Paper