ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভ্যানচালকের বিদ্যুৎ বিল দুই লাখ!

নাটোর প্রতিনিধি
🕐 ১:১৩ অপরাহ্ণ, নভেম্বর ০৫, ২০১৯

দুই লাখ ৩১ হাজার ৭৫৯ টাকার বিদ্যুৎ বিল ধরিয়ে দেওয়া হয়েছিল নাটোরের সিংড়ার ভ্যানচালক আনিসুর রহমানকে। বিলের কাগজ হাতে পেয়ে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। পরে বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসে জানানোর পর ৭৮১ টাকার সংশোধিত বিল দেওয়া হয় তাকে। প্রিন্টের ভুলে এমন বিল করা হয়েছে বলে দাবি পল্লী বিদ্যুতের।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিংড়া জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক রেজাউল করিম এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

আনিসুর জানান, গত বুধবার বিকালে মিটার রিডার তার বাড়িতে অক্টোবরের বিলের কপি দিতে আসেন। বিলে ২০ হাজার ৮৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়, যার মূল্য দুই লাখ ২০ হাজার ৭১৩ টাকা। এর সঙ্গে ভ্যাট ১১ হাজার ৩৬ টাকা এবং মিটার ভাড়া ১০ টাকাসহ মোট বিল দেখানো হয় দুই লাখ ৩১ হাজার ৭৫৯ টাকা। বিলের কপি দেখে গ্রামবাসীরাও হতবাক হয়।

পরে মিটার রিডারকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসে জানানোর পর বৃহস্পতিবার নতুন করে আরেকটি বিল দেওয়া হয়। এই বিলে ১৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়, যার মূল্য ৭৩৪ টাকা। এর সঙ্গে ভ্যাট ৩৭ টাকা ও মিটার ভাড়া ১০ টাকা ধরে মোট বিল দেখানো হয় ৭৮১ টাকা।

 
Electronic Paper