ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কোটি টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
🕐 ১০:৫১ পূর্বাহ্ণ, নভেম্বর ০৩, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের জামতলা এলাকা থেকে শনিবার (২ নভেম্বর) রাতে র‌্যাব তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের সঙ্গে পাওয়া যায় কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন।

গ্রেপ্তাররা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুর মহল্লার রফিকুল ইসলামের ছেলে সাদেক হোসেন (২৭) ও আব্দুর রহিমের ছেলে মিলন আহমেদ (২৮)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের কমান্ডার এএসপি আজমল হোসেন গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশেষ সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের জামতলা এলাকায় অবস্থান গ্রহণ করে। এ সময় দুই যুবক মোটরসাইকেলযোগে জামতলা এলাকার রোকেয়া অটোমেটিক রাইস মিলের পূর্ব দিকে এলে তাদের কাছে হোরোইন পাওয়া যায়। এ সময় ওই হেরোইনসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, বাদামী রঙের দুই প্যাকেটে উদ্ধার এক কেজি হেরোইনের আন্তর্জাতিক বাজার মূল্য এক কোটি টাকা। তাদের কাছে থেকে জব্দ করা হয় একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোনসেট, তিনটি সিমকার্ড, দুইটি মেমোরি কার্ড ও ৮০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবের কাছে মাদকদ্রব্য ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারদের রাতেই সদর থানায় সোপর্দ করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র‌্যাব।

 
Electronic Paper