ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জনপ্রিয় হচ্ছে ভাসমান খাঁচায় মাছ চাষ

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
🕐 ৫:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

জনপ্রিয়তা পাচ্ছে ভাসমান খাচায় মাছ চাষ। হবে হাজারও মানুষের কর্মসংস্থান। বাড়বে আমিষের উৎপাদন। শক্ত হবে জাতীয় অর্থনীতি। লাভজনক হওয়ায় সিরাজগঞ্জে জনপ্রিয় হয়ে উঠেছে নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষ। ফুলজোড় বড়াল নদীসহ শাখা প্রখায় নদীর পানিতে খাচায় মাছ চাষ করছেন চাষিরা। এতে একদিকে যেমন উৎপাদিত হচ্ছে বিভিন্ন ধরনের সুস্বাদু মাছ, পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অনেকের।

মাষচাষি আলমাস উদ্দিন ও আতিকুর রহমান বলেন, পুকুরের তুলনায় খাঁচায় মাছ চাষ অনেকটা লাভজনক। মাছের স্বাদ ও দুর্গন্ধহীন হওয়ার কারণে বাজারে এসব মাছের চাহিদাও বেশি। সরাসরি খাঁচা থেকেই মাছ বিক্রি করা যায়। মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করে লাভও ভাল হচ্ছে বলে জানালেন তারা। কর্মচারী রফিক ও আবু তাহের বলেন, মাছের খামারে কাজ করে ৯/১০ হাজার টাকা বেতন পাচ্ছে তারা।

সিরাজগঞ্জ জেলা মৎস কর্মকর্তা সাহেদ আলী বলেন, খাঁচায় মাছ চাষ বৃদ্ধি করে মাছের চাহিদা পূরণের জন্য মৎস্য চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। ঋণ সহায়তা দেওয়া গেলে নদ-নদীর প্রবাহমান পানি কাজে লাগিয়ে এ পদ্ধতিতে মাছ চাষে রূপালি বিপ্লব ঘটানো সম্ভব বলে তিনি।

 
Electronic Paper