ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নয় ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
🕐 ৬:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

একটি ৯ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচিতে একটি কামরাঙা গাছের ডাল থেকে এ অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘দি বার্ড সেফটি হাউস’র সদস্যরা।

শনিবার (১৯ অক্টোবর) উপজেলার কান্দাপাড়া চরনবীপুর গ্রামের রেজাউল করিম নামে এক ব্যক্তির বাড়ির গাছ থেকে সাপটি উদ্ধার করা হয়।

দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস গণমাধ্যমকে জানান, সকালে রেজাউল করিমের বাড়ির কামরাঙা গাছের উপর অজগর সাপটি দেখতে পায় স্থানীয়রা। সাপটিকে দেখে কৌতুহলী জনতার ঢল নামে ওই বাড়িতে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করা হয়। পরে অজগরটিকে বন বিভাগের এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা হৃষিকেশ চন্দ্র রায়ের কাছে হস্তান্তর করা হয়।

রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী প্রকৃতি ও সংরক্ষণ পরির্দশক জাহাঙ্গীর কবির জানান, সাপটিকে নিজেদের হেফাজতে রেখেছি। শিগগিরই অজগরটি বঙ্গবন্ধু ইকোপার্কে অবমুক্ত করা হবে।

 
Electronic Paper