ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাবনা জেলার ১৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী

পাবনা প্রতিনিধি
🕐 ৮:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

নানা আয়োজনে পালন করা হয়েছে পাবনা জেলার ১৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পাবনা প্রেস ক্লাবের উদ্যোগে আনন্দ সমাবেশ ও কেক কাটার আয়োজন করা হয়।

প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসরকারি টেলিভিশন মালিক সমিতির (অ্যাটকো) সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পাবনাকে এগিয়ে নিতে হবে। আগামী প্রজন্মের কাছে একটি সুন্দর সমৃদ্ধ পাবনা রেখে যেতে হবে। সেজন্য পাবনার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান বক্তারা। পরে কেক কেটে পাবনা জেলার ১৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন সবাই।

উল্লেখ্য, ১৮২৮ সালের এই দিনে পাবনাকে স্বতন্ত্র জেলা হিসেবে ঘোষণা করা হয়। ৩৫১ দশমিক ৫০ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট পাবনা জেলা নয়টি উপজেলা ও ৭৩টি ইউনিয়ন নিয়ে গঠিত।

 
Electronic Paper