ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রেলসেতু যেন মরণ ফাঁদ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
🕐 ৫:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

ঢাকা-ঈশ্বরদী রেল পথের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহিষাখোলা কামারপাড়ায় রেলসেতু মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে চলাচল করছে আন্তঃনগর ট্রেনগুলো। সেতুটি ট্রেন চলার অযোগ্য হয়ে পড়লেও কর্তৃপক্ষের নজর নেই। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ট্রেনের গতি কমিয়ে যাতায়াত করছে। যেকোনো মুহুর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সেতুটি পরিদর্শন করে দেখা গেছে, সেতুর দেয়ালে ফাটল ধরেছে। রেল বিভাগ থেকে ক্ষতিগ্রস্ত সেতুর নিচে লোহার অ্যাংগেল ও কাঠের স্লিপার দিয়ে ভারসাম্য রক্ষার সাময়িক চেষ্টা করা হচ্ছে।

রেল বিভাগের ওয়েম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, গত কয়েকদিন ধরে রেলপথে চলাচলকারী সবগুলো ট্রেন গতি কমিয়ে সেতু পার হচ্ছে। ঝুঁকি এড়িয়ে চলার জন্য ট্রেনের গতিসীমা ২০ কিলোমিটার লেখা সাইন বোর্ড লটকানো হয়েছে।

রেলের সিরাজগঞ্জ প্রকৌশল বিভাগের সাব-অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মো. পলাশ হোসেন জানান, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত সেতুর নিচে লোহার অ্যাংগেল ও কাঠের স্লিপার দিয়ে ভারসাম্য রক্ষার সাময়িক চেষ্টা করা হচ্ছে। স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 
Electronic Paper