ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তাড়াশে সাবেক প্রকৌশলীর ঘুষ বাণিজ্য

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
🕐 ৫:৫২ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সাবেক উপ-সহকারী প্রকৌশলী ইসমাইল হোসেনের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। ঘুষের টাকা ফেরত চেয়ে সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সাবেক উপ-সহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন তাড়াশে থাকাকালীন বিভিন্ন রাস্তা পাকাকরণ করার অজুহাতে বিভিন্ন সময় এলাকার লোকজনের কাছে থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তাছাড়া উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল থেকে লাউশন পর্যন্ত সড়ক পাকাকরণের টেন্ডার হওয়ার পরও ইসমাইল হোসেন ওই এলাকার লোকজনের কাছে থেকে এক লাখ টাকা হাতিয়ে নেন।

এ বিষয়ে অভিযোগকারী ঘরগ্রামের সুজন সরকার, আবু তাহের ও রফিকুল ইসলাম জানান, তাড়াশ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মরত উপ-সহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন বিভিন্ন সময় প্রতারণা করে লাখ লাখ টাকা ঘুষ নিয়ে কাজ করার কথা বলে কাজ করেননি। তাই আমাদের দেওয়া ঘুষের দুই লাখ ফেরত পেতে সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী প্রকৌশলী আহমেদ আলী জানান, ইসমাইল হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি।

 
Electronic Paper