ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মহাসড়কে বাঁশের হাট

মানিক হোসেন, ভাঙ্গুড়া (পাবনা)
🕐 ১:৩০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯

পাবনার ভাঙ্গুড়ায় বাঘাবাড়ী-টেবুনিয়া আঞ্চলিক মহাসড়কের ওপর বসানো হয়েছে বাঁশের হাট। ফলে অর্ধকিলোমিটার সড়কে যেমন হচ্ছে যানজট, তেমনি মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এ রুটে চলাচলকারী যানবাহন চালক ও পথচারীরা।

সরেজমিন গিয়ে দেখা গেছে, ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে রাঙ্গালিয়া মোড় পর্যন্ত প্রায় অর্ধকিলোমিটার সড়কের ওপর বাঁশের হাট বসেছে। সড়কের দুই ধারে ঝুঁকি নিয়ে চলছে বেচাকেনা। সড়কের ওপর বাঁশ রেখে বেচাকেনা করায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০ বছর পূর্বে ভেড়ামারা বাজার আঞ্চলিক মহাসড়কের ওপর অস্থায়ীভাবে বাঁশের হাট গড়ে ওঠে।

প্রতিদিনই এ সড়কের বাঁশের বাজার রমরমা জমে ওঠে। যদিও প্রতি সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার এখানে বাঁশের হাট বসে। এটি নিয়ন্ত্রণ করছেন স্থানীয় হাট ইজারাদার রফিক আলী।

ভেড়ামারা বাঁশ হাট ইজারাদার রফিক আলী জানান, সরকারি নিয়ম অনুযায়ী দরপত্র আহ্বানের ভিত্তিতে ইজারা নেওয়া হয়েছে। হাটের মধ্যে হঠাৎ একটি গাড়িতে বাঁশ লোড করতে গেলে একটু যানজট লেগে যায়। পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল্লা হক জানান, সড়কে বাঁশ হাট বসার কারণে জনগণের ভোগান্তি হচ্ছে সেটা আমরা জানি। হাটের নির্ধারিত জায়গার জন্য ইউএনওর কাছে দাবি জানানো হয়েছে।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আশরাফুজ্জামান জানান, সড়কের ওপর বাঁশ হাট বসানো সম্পূর্ণভাবে অবৈধ। তবে বিষয়টি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 
Electronic Paper