ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাঁচতে চায় নীরব

সিরাজগঞ্জ প্রতিনিধি
🕐 ৯:৩২ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনায় হতদরিদ্র ডিম বিক্রেতা হাসান মামুন মন্টুর ছেলে সাইফুল ইসলাম তালুকদার নীরব (১৪) গুরুতর আহত হয়ে ঢাকার সাভার এনাম মেডিকেলে ভর্তি রয়েছ। অর্থের অভাবে ছেলেটির চিকিৎসা বন্ধের পথে। একমাত্র ছেলেকে বাঁচাতে দিশেহারা হতদরিদ্র মন্টু দ্বারে দ্বারে ঘুরচ্ছেন।

ঢাকার ব্যয়বহুল এনাম মেডিকেলে নিরবের চিকিৎসায় যে অর্থের প্রয়োজন ডিম বিক্রেতা হতদরিদ্র মন্টু তা মেটাতে ব্যর্থ হচ্ছেন। ছেলের চিকিৎসার খরচ যোগাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন মন্টু। জনপ্রতিনিধি কিংবা বিত্তশালী ব্যক্তির সহানুভুতি কামনা করছেন তিনি। মন্টু জানান, নীরবের দুর্ঘটনায় মস্তিস্কে জমাট বাঁধা রক্তের অপসারণ ও শ্বাসনালীসহ তিনটি অপারেশন হয়েছে। বর্তমানে সে সাভারের এনাম মেডিকেলে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

তিনি বলেন, সাইকেলে করে ডিম বিক্রি করেন তিনি। গড়ে ৩-৪শ টাকায় আয় তার। একমাত্র ছেলে নিরব সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র। নীরবকে বাঁচাতে দানশীল হৃদয়বান ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন তার পরিবার। ব্যাংক একাউন্ড নং-২৩২১৫১০০৬৮৩৫০ DBBL।

 
Electronic Paper