ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বড়াইগ্রামের দুই পৌরসভার কার্যক্রম বন্ধ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
🕐 ৯:১৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৯

দেশের ৩২৮টি পৌরসভার মতো বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে গত রোববার থেকে ঢাকায় আন্দোলন কর্মসূচি পালন করছেন।

এতে উপজেলার দুটি পৌরসভা এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ, পানি, পয়ঃনিষ্কাসনসহ সব ধরনের নাগরিক সেবা। বিশেষ করে বর্জ্য অপসারণ ও সড়ক বাতি বন্ধ থাকায় পৌরসভার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, বিভিন্ন বাসার সামনেসহ যত্রতত্র ছড়িয়ে রয়েছে ময়লা-আবর্জনার স্তূপ। কিছু কিছু ডাস্টবিনও ভরে গেছে। দুর্গন্ধে পথচারীরা নাক চেপে হাঁটাচলা করছেন। রাতে সড়ক বাতি না থাকায় চলাচলে যেমন সমস্যা সৃষ্টি হচ্ছে তেমনি চোরের উৎপাত বৃদ্ধি পাচ্ছে।

বনপাড়া পৌরসভার গুড়পট্টি এলাকার ব্যবসায়ী ফরিদ হোসেন জানান, মার্কেটের সামনের ডাস্টবিনটা প্রায় ভরে গেছে। ময়লা-আবর্জনা পচা দুর্গন্ধে দোকানে থাকা কষ্টকর হয়ে পড়েছে।

 
Electronic Paper