ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

রাজশাহী প্রতিনিধি
🕐 ৩:০৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৯

রাজশাহীতে স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় স্বামী আয়নাল হককে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামি আয়নাল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজশাহী মহানগর দায়রা ও জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসাইন বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আয়নাল হক রাজশাহী মহানগরীর উপকণ্ঠ পবা উপজেলার বায়া ভোলাবাড়ি গ্রামের একরাম আলীর ছেলে।

এদিকে রায় ঘোষণার সময় আসামি আয়নাল হক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৭ এপ্রিল সকালে পারিবারিক কলহের জের ধরে বাড়ির সামনে আয়নাল প্রকাশ্যে তার স্ত্রী সাফিয়া খাতুন ওরফে বুলবুলিকে (২৫) গলা কেটে হত্যা করেন। পরে সেদিনই পুলিশ তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় আয়নালের বিরুদ্ধে হত্যা মামলা করেন বুলবুলির বাবা জয়নাল আলী।

 

 
Electronic Paper