ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অবহেলায় শিশুর মৃত্যু

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
🕐 ৫:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৯

রাজশাহীর পুঠিয়া সরকারি হাসপাতালে হাজেরা খাতুন তিশা নামে তিন বছরের এক শিশুর শরীরে ইনজেকশন পুস করার পর খিচুনি উঠে হাসপাতালেই শিশুটির মৃত্যু হয়েছে।

ভুক্তভোগি পরিবারের অভিযোগ, জ্বর নিয়ে শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে তার শরীরে ইনজেকশন দেওয়া হয়। কিছুক্ষণ পরেই শিশুটির খিচুনি উঠে হাসপাতালেই তার মৃত্যু হয়।

চিকিৎসকের অবহেলার কারণে শিশুর মৃত্যু হয়েছে এমন অভিযোগে ভুক্তভোগি পরিবার কর্তব্যরত চিকিৎসককে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখে। শুক্রবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

তিশার মা মিনা বেগম বলেন, ইনজেকশন দেওয়ার পর থেকেই আমার মেয়ের অবস্থা খারাপ হতে থাকে। সময় মত যদি ডাক্তার আমার মেয়েকে দেখত হয়তো বেঁচে যেত।

তবে ডা. জিয়াউর রহমান বলেন, নার্স আমাকে ফোন করার কয়েক মিনিটের মাথায় আমি দোতলায় যাই, যখন তিনি ফোন করেন তখন আমি জরুরী বিভাগে আরেকটা রোগী দেখছিলাম। তাই যেতে কয়েকমিনিট দেরি হয়েছে।

 
Electronic Paper